অনলাইনে ই-পাসপোর্ট চেক করার নিয়ম 2022

আসসালামু আলাইকুম।

পাসপোর্ট চেক কিভাবে করবেন অনলাইনে, আপনি যদি নতুন ই-পাসপোর্ট করে থাকেন তাহলে পাসপোর্ট অফিসে জমা দেওয়ার পর পাসপোর্ট কি অবস্থায় আটকে আছে সেটা দেখার দরকার হয়। কারণ কোনো সময় ই-পাসপোর্ট আসতে অনেক সময় লাগে আর কোন সময় ২১ দিনের ভিতরেও এসে যায় তাই পাসপোর্ট চেকিং করার সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে জানার পর আপনি দেখতে পারবেন আপনার পাসপোর্ট কোথাও আটকিয়ে আছে কিনা। তো চলুন শুরু করি - ePassport Check Online BD

অনলাইনে ই-পাসপোর্ট চেক করার নিয়ম 2022

ই-পাসপোর্টের আবেদন অধিদফতরের কার্যালয় বা ঘরে বসে করা যাবে। আবেদন আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারেন। আবেদনের পর পাসপোর্ট অফিসে গিয়ে জাতীয় পরিচয়পত্র ও এনআইডিসহ প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদানের আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।

 পাসপোর্টে এখন কি অবস্থায় আছে, আপনারা পাসপোর্ট চেকিং করবেন কিভাবে অনলাইনে, তার স্ট্যাটাস কি, এর পরবর্তীতে কোন ধাপে যাবে, আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়েছে কিনা, পুলিশ ভেরিফিকেশন হয়েছে কিনা, পাসপোর্টে ডেলিভারির জন্য প্রস্তুত কিনা ইত্যাদি তথ্য ঘরে বসে জানতে পারবেন। সেজন্য আপনাকে অনলাইনে পাসপোর্টের স্লিপ নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে হবে অনলাইনে।

পাসপোর্ট চেক করার সম্পূর্ণ পদ্ধতি

পাসপোর্ট চেক করার প্রথম ধাপ।

অনলাইনে বাংলাদেশে পাসপোর্ট চেক করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারে যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তারপর সার্চ বারে টাইপ করবেন, www.epassport.gov.bd/landing এইটা  বাংলাদেশ ই-পাসপোর্ট এর ওয়েবসাইট, এই সাইটে প্রবেশ করবেন প্রথমে। প্রবেশ করার পর মোবাইলের মাধ্যমে পাসপোর্ট চেক করে থাকলে মেনু বারে ক্লিক করলে নিচে দেওয়া ছবির মত একটি পেজ আসবে এবং Check Status নামের অপশনে ক্লিক করবেন।

দ্বীতিয় ধাপ।

Check Status অপশনে ক্লিক করার পর আপনি আপনার সামনে নিচের দেওয়া পিকচারের মত একটি নতুন পেইজ ওপেন হয়ে আসবে যেখানে আপনি আপনার Application ID দিবেন জন্ম তারিখ দিয়ে ইপাসপোর্ট বা পাসপোর্ট চেক করতে পারবেন।

এই পেইজটি ওপেন হওয়ার পর এখানে দুইটি অপশন দেখতে পাবেন একটি Application ID and Online registration ID. এই দুইটি নাম্বারের মাধ্যমে পাসপোর্ট চেক করতে পারবেন। এখন প্রয়োজন হবে পাসপোর্ট স্লিপ নাম্বার যেটি পাসপোর্টের সব কিছু পাসপোর্ট অফিসে জমা দেওয়ার দিন একটি স্লিপ নাম্বার দিয়ে থাকে। স্লিপ নাম্বারের পিকচার নিচে দেওয়া আছে।

তৃতীয় ধাপ।

পাসপোর্টের এই স্লিপের ঠিক উপরে একটি নাম্বার দেওয়া রয়েছে যেটি Passport application id number. এই নাম্বার তৃতীয় ধাপের অপশনে বসিয়ে ক্লিক করবেন।

এই নাম্বার application id এর স্হানে বসাতে হবে। তারপর আপনি আপনার জন্ম তারিখ দিবেন যেটি আপনি পাসপোর্ট আবেদন করার সময় দিয়েছিলেন তারপর I am human এ ক্লিক করে ভেরিফাই করে নিবেন এবং Check বটমে ক্লিক করবেন তখন দেখতে পাবেন আপনার পাসপোর্ট এর বর্তমান কোন অবস্থায় আছে। নিচের ছবির মত দেখতে পাবেন।

আপনার পাসপোর্টের সব কিছু কমপ্লিট হলে পেন্ডিং দেখাবে না। এইভাবে পাসপোর্ট চেক করতে পারবেন আশা পোস্টটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে পোস্টটি উপকারী হলে আপনার ফেসবুক এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ।

পাসপোর্ট চেক করার জন্য অনলাইন রেজিস্ট্রেশন আইডি নাম্বার অনলাইন পাসপোর্ট রেজিস্ট্রেশন করার পর নিচের নাম্বারটি দিয়ে থাকে এটিও তৃতীয় অপশনে বসিয়ে আপনারা পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে পারবেন।

SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক

SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক করবেন যেভাবে, আপনি পাসপোর্টের জন্য যখন আবেদন করেছিলেন অবশ্যই একটি নাম্বার দিয়েছিলেন যে নাম্বারে পরবর্তীতে আপনার পাসপোর্ট সংক্রান্ত সকল পাসপোর্ট তথ্য জানিয়ে দেওয়া হয়।

SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক বা স্ট্যাটাস জানতে নিচে দেওয়া ধাপগুলি আপনি অনুসরন করতে হবে:

আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MRP লিখে একটি Spcae দিবেন এবং লিখুন ENORLLMENT_ID এবং মেসেজ পাঁঠিয়ে দিন 6969 এই নাম্বারে।

যেমন: MRP 36010000XXXXXXX to 6969.

পাসপোর্ট করার খরচ ২০২২

পাসপোর্ট ফি বা পাসপোর্ট করতে কত টাকা খরচ হয় বা পাসপোর্ট করার জন্য কত টাকা প্রয়োজন? এর জন্য আপনার পাসপোর্ট কত বৎসরের জন্য বানাতে চাচ্ছেন তা ঠিক করতে হবে। আপনি যদি পাঁচ বছর এর জন্য পাসপোর্ট বানান তাহলে এক খরচ আসবে আর যদি দশ বছরের জন্য বানান তাহলে এক খরচ আসবে। ১০ বছরের জন্য পাসপোর্ট বানাতে, পাসপোর্ট করার খরচ আসবে ৮,৫০০ টাকা যদি আপনি ট্রাভেলসের মাধ্যমে বানান, আর যদি আপনি নিজেই পাসপোর্টের সকল কাগজপত্র ঠিক করে নির্ধারিত ফি ব্যংকের মাধ্যমে পরিশোধ করেন এ ক্ষেত্রে পাসপোর্ট করার খরচ আসবে ৬,৬০০ টাকা।

নতুন পাসপোর্ট কতদিন লাগে হাতে পেতে?

আপনি যদি নতুন পাসপোর্ট বা পাসপোর্ট রিনিউ করতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্টকে আবেদনের পর অনেক প্রসেস এর মাধ্যমে যেতে হয়। যার জন্য পাসপোর্ট অফিস কখনো ৭ দিন, ১৫ দিন বা ২১ দিন সময় নেয়। এই সময়ের মধ্যে অনেকগুলো পর্যায় পার হয়ে তারপর আপনার পাসপোর্ট প্রিন্ট হয় আপনার জন্য রেডি হয়। আগে আবেদন করে আমরা কোনোভাবেই জানতে পারতাম না আমাদের পাসপোর্ট এর কি অবস্থা। এই ঝামেলা এবং ভোগান্তি থেকে আপনাকে অনেকটাই মুক্তি দেবে ই-পাসপোর্ট পোর্টাল স্ট্যাটাস চেক। বর্তমানে আপনি নতুন পাসপোর্ট বা পাসপোর্ট রিনিউ এর জন্য আবেদন করার পরে আপনার পাসপোর্ট কোন অবস্থায় আছে তা দেখতে পাবেন।


★বিভিন্ন টেকনোলজি ও টিপস রিলেটেড পোষ্ট দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে

যে কোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে মেসেজ করতে পারেন - ফেসবুকে আমি


Next Post Previous Post