ই-পাসপোর্ট করতে কি কি লাগে ২০২২ | পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র

সসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা জানতে পারবো- পাসপোর্ট করতে কি কি লাগে ২০২২ পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র।

Passport korte ki ki lage

আসলে এখন পাসপোর্ট বানাতে আগের মতো তেমন হয়রানি করতে হয় না। শুধু মাত্র কয়েকটা ডকুমেন্টস থাকলেই আপনি ঘরে বসে নিজে নিজের আবেদন সম্পুর্ন করতে পারেন। অনেকেই ভাবেন পাসপোর্ট বানাতে হলে না জানি কত কি ডকুমেন্টস লাগে। আসলে তেমন কিছুই না। আপনার একটা আইডি কার্ড আছে সাথে একটা পাসপোর্ট থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু মাঝে মধ্যে আবার কিছু সমস্যা পড়তে হয় তবে সেটা আপনার না জানার জন্য। তাই পাসপোর্ট বানানোর আগে অবশ্যই জেনে নিতে হবে কি কি ডকুমেন্টস লাগবে।

নিজের আইডিকার্ড নিজেই বের করুন ৫ মিনিটেই

তো চলুন জেনে নিন পাসপোর্ট বানাতে কি কি ডকুমেন্সস লাগবে -

পাসপোর্ট  করতে প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • ১। আবেদনপত্রের সারংশের প্রিন্ট কপি (অ্যাপয়েন্টমেন্ট সহ) 
  • ২। সনাক্তকরণ নথির প্রিন্ট কপি (জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন নং) 
  • ৩। পেমেন্ট স্লিপ 
  • ৪। পূর্ববর্তী যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি (যদি থাকে) 
  • ৫। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে  GO / NOC (যদি থাকে) 
  • ৬। তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র(যদি থাকে) 
  • ৭। আবেদনপত্রের প্রিন্ট কপি

মোবাইল নাম্বার দিয়ে NID নাম্বার বের করুন সহজেই ।

আশা করি এতক্ষণে কিছুটা হলেও ক্লিয়ার হয়ে গেছেন পাসপোর্ট বানাতে হলে কি কি কাগজপত্র লাগে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য 💙
Next Post Previous Post