Facebook password change 2022
আসসালামু আলাইকুম।
প্রথমেই বলে রাখি আজকের পোস্টটি সবার জন্য না। কারণ আমি আজকে দেখাবো কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। আর এটা ম্যাক্সিমাম মানুষই জানেন কিভাবে করতে হয়।
আবার অনেকে ফেসবুক সম্পর্কে ভালো ধারণা না থাকায, জানেন না কোথায় গিয়ে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। তখন আপনি অনেকের সাহায্যই নিয়ে থাকেন এই সামান্য কাজটির জন্য। তাই যারা জানেন না এই সহজ কাজটি কিভাবে করতে হয় তারা পোস্টটি দেখে নিন আশা করি এখন থেকে আপনি নিজের পাসওয়ার্ড নিজেই পরিবর্তন করতে পারবেন।
আমি আপনাদের স্ক্রিনশট এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে কোথায় যেয়ে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন।
তো কিভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেনঃ
তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপ এ। যাওয়ার পর ডান দিকে আপনার ছবি দেখতে পাবেন সেখানে ক্লিক করুন -
এবার Security and Login এ ক্লিক করুন -
তারপর আপনি এরকম দেখতে পাবেন। এবার আপনাকে যা করতে হবে সেটা হলো -
Current Password - এখানে আপনি আপনার বর্তমান পাসওয়ার্ডটি দিবেন যেটা এখন ইউস করতেছেন।
New Password - এখন এখানে আপনি আপনার নতুন পাসওয়ার্ডটি দিবেন যেটা দিতে চাচ্ছেন।
Re-type new password - নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছেন দ্বিতীয় ঘরে সেটি আবার দিন।
তারপর Save Changes এ ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ তারপর আপনাকে Logout all session এ ক্লিক করতে হবে যাতে আপনার একাউন্টটি যেখানে যেখানে লগিন রয়েছে সব যায়গায় থেকে লগাআউট হয়ে যায়।
তো এই ছিলো আজকের পোস্ট। আশা করি যারা এতদিন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারতেন না তারা এখন থেকে খুব সহজেই এ কাজটি করতে পারবেন নিজেই, আর কারো কাছে যেতে হবে না সাহায্যের জন্য।
পোস্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার পরিচিত যারা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারে না তাদের সাথে সাথে শেয়ার করবেন।