ওয়েবসাইটের প্রয়োজনীয় সব তথ্য, যেগুলো আপনার অবশ্যই জানা উচিত।

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা নতুন ওয়েবসাইট নিজে কাজ করি অথবা করবো ভাবি, তারা অনেকেই জানিনা কোনটা দিয়ে কি কাজ হয় এবং কি কি করলে আপনার ওয়েবসাইটি ঠিক থাকবে এবং ইনকাম টাও ভালো হবে।

ওয়েবসাইট মানে পোস্ট করা শেয়ার করা এগুলো নয়। ব্লগার এর কথাই বলি, এখানে আপনাকে গুগল কে খুশি করতে হবে। এখন অনেকেই বলতে পারেন খুশি করবো কিভাবে।খুশি করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবেনা, শুধু গুগলের নিয়ম কারণ গুলো মেনে চললেই হবে।

Website Tips

গুগল এর নিয়ম কারণ গুলো মেনে চলার আগে অবশ্যই সেগুলোর প্রতি ধারণা থাকা উচিত। কোনটা দিয়ে কি কাজ হচ্ছে সেগুলা জানা প্রয়োজন। ওয়েবসাইট পরিচালনা করতে কোনটির কি কাজ এবং কিভাবে কাজগুলো সম্পুর্ন হচ্ছে সেটাই জানবো আজকে। তো চলুন শুরু করি।

Technical Seo কি?

উত্তর: একটা নতুন বা পুরাতন Website কে Google এ Submitted করা থেকে শুরু করে Google এর নিজস্ব Database  নেওয়ার আগ পর্যন্ত যে Process তাকে বলে Technical শেও

Google Search Console কি?

উত্তর: একটা Website index করার জন্য Google Search Console ব্যবহার করা হয়।  Google Search Console এর আগের নাম ছিলো Web Muster Tools

Robot.Txt কি??

উত্তর: এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। একটা Website এর কোন page Allow করবো কোন পেজ Disallow করবো এটা নির্দেশ করে।

Google Sitemap কি?

উত্তর: Sitemap হলো  Important page বা  Website Url গুলো সাজিয়ে রেখে দেওয়া যেনো Google এর Robot এর সহজ হয় ঐ পেজগুলো বা Url গুলো Index করতে।

Canonical কি?

উত্তর: একের অধিক Page হলে বা Post হলে Only একটা Page বা Post  Index করার জন্য Google এ যে Code বা Tag  ব্যবহার করা হয় ঐটাই হচ্ছে Canonical.

Index কি?

উত্তর: যেকোনো নতুন Website কে google এর। database এ সংরক্ষণ করে রাখাকে বলে  Indexing.

Index Request কি?

উত্তর: Google এর রোবট কে বলা বা রিকোয়েষ্ট করাকে Index রিকোয়েস্ট বলে।

Check Indexing কি?

উত্তর: নতুন অবস্থায় কোনো Website google এ index আছে কিনা এটা দেখার জন্য যেটা ব্যবহার করা হয় তাকে বলে Check indexing...এটা চেক করতে হলে Site:Website Url তারপরে Enter press করতে হয়।

Crawl কি?

উত্তর: Google এর যে Robot বা Spider বিভিন্ন Website এর বিভিন্ন স্থান থেকে যে Data সংরক্ষণ করে তাকে বলে Crawl. Crawl google যে process টা করে তাকে বলে Crawlity

Schama Markup কি?

উত্তর: এটা একটা কোডিং সিস্টেম যে কোডিং এর মাধ্যমে বুঝতে পারবো একটা পোস্টকে  সেটা আসলে Blog Post  নাকি Article post,  নাকি Event post, নাকি schedule পোস্ট এটা Google কে বুঝানো।

HTTPS কি?

উত্তর: HTTPS এর পুর্ণরুপ হলো Hyper Text Transfer Protocol Secure.

এটা হলো Server এর সাথে World Wide web এর সম্পর্ক।

HTTPS একটা Website Secure  কিনা  এটা বুঝার জন্য Https বা  SSL Certificate ব্যবহার করা হয়।

Here Flange কি?

উত্তর: Hreflang মানে হচ্ছে Multiple Language অথ্যাৎ  একটা Website অনেকগুলো Language এ হয়ে থাকে যেমন France, Japan Etc..এটাতে Multiple Language set up আছে কিনা এটা চেক করার জন্য Hreflang ব্যবহার করা হয়। এটার মাধ্যমে Website এর Language auto generate হয়ে যায় যাতে ভিসিটর রা সুন্দর ভাবে সেটা পড়তে পারে।

আরো পড়ুন -

ব্লগার সাইটে এডসেন্স পাওয়ার নতুন ট্রিক, এবার ইনকাম হবে আরো দ্রুত ।

মোবাইল দিয়ে বাংলা আর্টিকেল লিখে Adsense থেকে ইনকাম।

অ্যাডসেন্স আবেদন এর পূর্বে ভুলেও এই কাজগুলো করবেন না।

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। আশা করি কিছু হলেও জানতে পেরেছেন। পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

বিভিন্ন টেকনোলজি ও টিপস রিলেটেড পোষ্ট দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে


যে কোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে মেসেজ করতে পারেন - ফেসবুকে আমি

Next Post Previous Post