জন্ম নিবন্ধন অনলাইন চেক করার নিয়ম - Birth Certificate Check From Online

আজকে দেখাবো কিভাবে অতি সহজে আপনার হাতে থাকা ফোন দিয়েই আপনার জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা চেক করবেন।

Online Birth Certificate Check
অনেক সময় আমাদের জন্ম নিবন্ধন থাকলেও সেটা দিয়ে কিছু করা সম্ভব হয় না কারণ জন্ম নিবন্ধন টি ই অনলাইন করা থাকে না। এর জন্য আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হয় এবং কম্পিউটারের দোকানে যেতে হয়, অনেক টাকা ও গচ্ছা যায়। এই সামান্য কাজের জন্য আপনাকে আর কোথাও যেতে হবে এবং কোনো টাকাও খরচ করতে হবে না।আপনার হাতে থাকা ফোন দিয়েই আপনি খুব সহজে চেক করতে পারবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা।

তো কিভাবে চেক করবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা।

তো প্রথমে আপনাকে এই ওয়েবসাইটিতে যেতে হবে

https://everify.bdris.gov.bd/

যাওয়ার পর এরকম একটা পেইজ আসবে। এখানে আপনাকে 3 টা জিনিস পুরন করতে হবে সেটা হলো -

১. প্রথম ঘরে আপনার ১৭ ডিজিট এর জন্ম নিবন্ধন নাম্বার টা দিতে হবে। আপনার জন্ম নিবন্ধন কাগজের মধ্যে দেখবেন ১৭ ডিজিট এর নাম্বার রয়েছে (যেটা শুরু হয় এইভাবে ১৯৭৮ অথবা ২০০২ এরকম) ওইটা প্রথম ঘরে বসাবেন।

২. তারপর আপনি আপনার জন্ম তারিখ দিবেন। অবশ্যই এইভাবে দিবেন। Year/Month/Date দেওয়ার পর -

৩. শেষে একটা কেপচা পুরন করতে হবে। কেপচা হলো আপনাকে দুটি সংখ্যা দেওয়া হবে সেটা যোগ করে যা হয় সেটা বসাতে হবে শেষ।

সব ঠিকভাবে দেওয়ার পর Search এ ক্লিক করুন।

Online Birth Certificate Check

Search দেওয়ার পর যদি নিচের মতো এরকম পেইজ আসে তাহলে আপনি বুঝে নিবেন আপনার জন্ম নিবন্ধন টি অনলাইনে রয়েছে। এবার আপনি কোনো এক কম্পিউটার দোকান থেকে এই পেইজটা প্রিন্ট করিয়ে নিবেন। (যদি আপনার জন্ম নিবন্ধন অনলাইনে না থাকে তবে সেখানে এরকম লেখা থাকবে No record found)
Online Birth Certificate Check

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। আশা করি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে। এখন থেকে আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা সেটা নিজের চেক করতে পারবেন। আর কোথাও যেতে হবে না।

 

বিভিন্ন টেকনোলজি ও টিপস রিলেটেড পোষ্ট দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে


যে কোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে মেসেজ করতে পারেন - ফেসবুকে আমি
Next Post Previous Post