Bangla Sad Caption for Facebook 2022


আজকে আপনাদের জন্য আমার পছন্দকরা কয়েকটি Best Bangla Sad Caption নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমরা অনেক সময় ফেসবুকে পোস্ট করতে গেলে ক্যাপশন খুঁজে পাই না। তখন আমরা আমাদের বন্ধু-বান্ধবদের কাছে জিজ্ঞাসা করি যে, বন্ধু একটা ভালো  দেখে একটা ক্যাপশন দে, "বন্ধু একটা ক্যাপশন দে তো" তবে সেটাও আমাদের মনের মত হয় না। তাই আজকে আপনাদের মাঝে আমার বাছাই করা কয়েকটি দুঃখের ক্যাপশন শেয়ার করব।

আর একটা বিষয় সেটা হলো দুঃখের ক্যাপশন দিলেই যে সে ছ্যাকা খেয়েছে সেটা না। অনেকের আমার মতো এই টাইপের কেপশন দিতে ভালো লাগে। আমি ও অনেক এরকম কথা ফেইছ করি, বাট কানে দেই না। তাই যারা বলবে কিরে কবে ছ্যাকা খাইলি, "ছ্যাকাখোর" তাদের এরিয়ে চলুন। জীবন আপনার আপনার যেটা ভালো লাগবে সেটাই করবেন, ধন্যবাদ।

ক্যাপশন বড় হলে আমার নিজের কাছে অনেক বিরক্ত লাগে তাই আপনাদের জন্য বাছাই করা ছোট ক্যাপশন গুলো শেয়ার করলাম -

কখনও কখনও বৃহত্তম হাসিতে সর্বাধিক ব্যথা লুকানো থাকে
 
আমি কখনও একা অনুভব করি না কারণ একাকীত্ব সবসময় আমার সাথে থাকে

কখনও কখনও একা থাকা ভাল, কেউ আপনাকে ক্ষতি করতে পারে না।

আমি তোমায় ছাড়তে পারি যদি আমায় ছেড়ে তুমি সত্যি ভালো থাকতে পারো

কখনো কখনো জীবনের কষ্টের সময়ে আমরা জীবনের সেরা শিক্ষাটা পাই।

কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ
আপন মানুষগুলো ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়

কখনো কখনো নিজেকে চেনার জন্য
একা থাকাই প্রয়োজন।

এ শহরে বোঝার মানুষের থেকে ভুল বোঝার মানুষ বেশি।

শহরটা আগের মতোই আছে শুধু বদলে গিয়েছে ,
আমার তুমিটা।

যাকে হারানোর সবচাইতে বেশি বেশি ভয় পায়,
সেই সবার আগে হারিয়ে যায়।

সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু হয় তখন থেকেই যখন
প্রিয় মানুষটি মিথ্যা বলার শুরু করে।

আপনার সুখ কখনো রাখবেন না
অন্য কারো হাতে।

তাকে ভুলে যাওয়া কঠিন যে আপনাকে অনেক বেশি মনে রাখে।

আরো কিছু নতুন বাছাই করা ক্যাপশনঃ

মাঝরাতের বোবা কান্না আর চোখের জল কখনো মিথ্যা হয় না

অবহেলায় যাকে হারালে 
অবেলায় তাকে খুঁজো না

এই নিস্তব্ধ শহরে আমিও নিস্তব্ধ ভীষণ ...
নিঃসঙ্গতাই যখন সঙ্গী ..

আজ তাকে দেখতে ইচ্ছে করলেও
ডাকা বারণ ...

তোমার আমার দেখা হবে
শেষ বিকেলে।

খোলা জানালা , দক্ষিণের বাতাসে
থেকে যায় পর্দার আড়ালে ...

ইটা গল্প হলেও পারতো 
পাতা একটা আধটা পড়তাম। ..

এ শহরে বোঝার মানুষের থেকে
ভুল বোঝার মানুষ বেশি ...

একদিন অনেকগুলো
অভিযোগ লিখে হারিয়ে যাবো 

দূরে কোথাও ...

ঠিক তোর মতোন
কেউ ভালোবাসে না ...

দেখবো আড়াল থেকে তুমি আছো
কোথায় ?

মন থেকে কথা বলার আর
মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য।

কখনও কখনও বৃহত্তম হাসিতে সর্বাধিক ব্যথা লুকানো থাকে।

বিশ্বাস একটি ইরেজারের মতো,
এটি প্রতিটি ভুলের পরে ছোট এবং ছোট হয়ে যায়।

হারানোর ভয় তো সেই বেশি পায় যে সত্যিকারে ভালোবাসে।

মাঝরাতের বোবা কান্না আর চোখের জল কখনো মিথ্যা হয় না।

চোখ খুলুন, ভিতরে দেখুন।
আপনি যে জীবন যাপন করছেন তাতে আপনি কি সন্তুষ্ট?

তাকে বাধ্য করো না কথা বলার জন্য
ব্যস্ত থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারো

একা থাকাই ভালো অন্তত কষ্ট দেওয়ার মতো কেউ থাকবে না।

তো এই ছিলো আজকেই টপিক। আশা করি আপনাদের ভালো লেগেছে।

ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

যেকোনো প্রয়োজনে আমাকে ফেসবুকে আমাকে মেসেজ করতে পারেন -

ফেসবুকে আমি


Next Post Previous Post