Whatsapp এর দারুন 5 টি নতুন ট্রিক। Whatsapp New update সবাই দেখবেন।

আসসাামুআলাইকুম

কেমন আছেন সবাই। আশা করি আমাদের সাথে থাকলে সবসময় ভালোই থকাবেন 😐 কারণ আমরা আপনাদের জন্য নতুন নতুন ট্রিকস নিয়ে চলে আসি। তাই খারাপ মন খারাপ থাকলে পোস্টটা দেখুন, দেখার পর ভাববেন দারুন তো 😁 Let's Start.

প্রিয় Matchy Tech World পরিবারগন এর জন্য একটা সুখবর রয়েছে 😷 বলবো পোস্ট এর শেষে।

আজ আপনাদের সামনে খুবই দারুন একটা ট্রিক নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে হোয়াটস অ্যাপ এর 5 টি নতুন ট্রিক।

আমরা সাধারণত সকালেই What'sapp এর সাথে পরিচিত। আর আমরা এটাও জানি কয়েকদিন আগে একটা আপডেট এসেছে। তো এর আপডেট পর অনেক ফিচার যুক্ত করেছে যা সবার ই ভালো লাগবে আশা করি।

ফিচারগুলো ব্যাবহার করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের থাক Whatsapp অ্যাপ টি আপডেট করে নিতে হবে। এর জন্য আপনাকে যেতে হবে আপনার ফোনের গুগল প্লে স্টোরে। সেখানে যেয়ে Whatsapp লিখে সার্চ করুন। আমি Whatsapp business ব্যাবহার করি তাই Whatsapp বিজনেস লিখে সার্চ করেছি।

এখানে আপনি আপডেট এর অপশন টি পেয়ে যাবেন। আমার আগে থেকে ইন্সটল করা ছিলো বিদায় এখন আপডেট দেখাচ্ছে না আপনারা আপডেট করে নিবেন।

আশা করি আপডেট করে ফেলেছেন। তো চলুন শুরু করা যাক।

Number 1 : প্রথম ফিচার টি হচ্ছে কিছুটা এইরকম যে এতদিন আপনারা কোনো নাম্বার আপনার ফোনে সেভ না করলে সেই নম্বর টি তে Whatsapp এ মেসেজ দিতে পারতেন না। এখন থেকে সেটা পারবেন। কিভাবে করতে পারবেন সেটা নিচে খেয়াল করুন।

এর জন্য আগে যেতে হবে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার এ। জি। এই ট্রিক টি ইউজ করার জন্য আপনার গুগল ক্রোম ব্রাউজার প্রয়োজন। গুগল ক্রোম ব্রাউজার এর সার্চ অপশন এ যেয়ে লিখুন
wa.me/88

লিখে আপনি যেই নাম্বার টি তে মেসেজ করতে চান সেই নাম্বার টি লিখে go অপশন এ ক্লিক করুন।(ইন্ডিয়ান রা 88 এর বদলে 91 লিখবেন।) নীচে দেখানো পিকচার এর মত।

এরপর এইরকম একটি পেইজ আসবে এখন আপনি chat to continue এ ক্লিক করুন।
এরপর দেখলেন তো। সরাসরি আপনাকে Whatsapp এ নিয়ে এসেছে। আমি এখন চাইলে একে মেসেজ করতে পারি।

Number 2 : কোনো প্রকার Applock ব্যাবহার না করেই আপনি আপনার ফোনের Whatsapp অ্যাপ কে পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে পারেন। এতে আলাদা কোনো অ্যাপ এর প্রয়োজন নেই।
এর জন্যে আপনাকে আপনার ফোনের Whatsapp অ্যাপ এ ঢুকে 3 ডট অপশন এ যেতে হবে।


Setting এ ক্লিক করুন।
Accaount অপশন এ ঢুকুন।
প্রাইভেসি তে ক্লিক করুন নীচে নামুন।

নিচে finger Lock er অপশন দেখতে পাবেন। (যাদের ফোনে finger Lock নেই তারা under display পাবেন। যারা আন্ডার ডিসপ্লে পাবেন না। তারা পাশওয়ার্ড এর অপশন পাবেন। ) ক্লিক করুন।
এইখান থেকে এটা Enable করে দিন।
এখন আপনার Finger confirm করুন।
এরপর Immediately সিলেক্ট করুন।
এরপর Whatsapp থেকে বেড় হয়ে আবার ঢুকুন। দেখবেন Finger print চাইবে।
তৃতীয় অপশন টির জন্যে আপনার যেকোনো একজনের মেসেজে যেয়ে 3 dot এ ক্লিক করতে হবে।

এরপর Dissapering messages এ ক্লিক করুন।
Continue এ ক্লিক করুন।

২৪ ঘণ্টা সিলেক্ট করুণ। এরপর আপনি এই ব্যাক্তির সাথে যত চ্যাটিং করবেন সমস্ত চ্যাট 24 ঘণ্টার মধ্য ডিলিট হয়ে যাবে। যদি 90 দিন সিলেক্ট করেন। তাহলে প্রতিটি চ্যাট 90 দিন পরে ডিলিট অটোমেটিক ডিলিট হয়ে যাবে।


Number 4 :
Whatsapp এ আমরা Whatsapp camera দিয়ে কোনো ছবি তুলে কাউকে পাঠালে সেই ছবি নষ্ট হয়ে যায়। কিন্ত ছবি টা এখন থেকে document আকারে পাঠাতে পারবেন। এতে ছবি টা নষ্ট হয়ে যাবে না। ডকুমেন্ট আকারে পাঠানোর জন্য আপনাকে নিচের অপশন এ ক্লিক করতে হবে।

এখানে আপনি document অপশন টি পেয়ে যাবেন।
Number 5 : Delete for everyone অপশন টি হয়তো আমরা সকলেই ইউজ করেছি। আপনি কাউকে একটি মেসেজ পাঠিয়ে ফেলার পর যদি চান মেসেজ টি আপনার এবং তার দুইজনের ফোন থেকেই ডিলিট হয়ে যাক। তাহলে আপনারা এই delete for everyone অপশন টি ব্যাবহার করে থাকেন। কিন্ত এইবার এই অপশন টি কে কিছুটা আপডেট করা হয়েছে। এর সময়সীমা আগে দুই ঘণ্টা ছিলো এখন দুই দিন করা হয়েছে। নিচে দেখুন আমি মেসেজ দিয়েছি দুপুর ২ টায় কিন্ত রাত 8 টায় ও আমি এই অপশন টি পাচ্ছি। নিচের ছবিতে খেয়াল করুণ।


তো এই ছিলো আজকের ট্রিক আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন।

বোনাস পোস্ট -

ওহ এখনো আছেন গুড নিউজ সুনার জন্য 😶 গুড নিউজ টি হলো আমাদের প্রিয় সাইটটি গুগল এডসেন্স এর জন্য এপ্রুভ হয়েছে 😍। এটা সম্ভব হয়েছে আপনাদের জন্য যারা আমাদের সাইটে রেগুলার ভিজিট করেছেন এবং আমাদের পোস্টগুলো পড়েছেন। আশা করি এইভাবে পাশে থাকবেন। ধন্যবাদ 🥰

তো আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ 🖤

Next Post Previous Post