মেসেঞ্জারে এলো নতুন মজার ফিচার
ফেসবুক মেসেঞ্জারে Bump নামে একটি নতুন ফিচার এসেছে। এই ফিচারটি গতকাল থেকে দেশের অনেক মেসেঞ্জার ব্যবহারকারী পেয়েছেন বলে জানা গিয়েছে। কি এই বাম্প ফিচার, কিভাবেই বা এটি ব্যবহার করতে হয় এবং এই ফিচারের কাজই বা কি, এসব প্রশ্নের উত্তর জানবেন এই পোস্টে।
মেসেঞ্জারে Bump কি?
মেসেঞ্জারে চ্যাট করার সময় কোনো মেসেজকে উল্লেখ করতে আমরা এতোদিন উক্ত মেসেজ রিপ্লাই করতাম কিছু লিখে। যেমনঃ ১দিন আগের কোনো মেসেজ নিয়ে কথা হলে উক্ত মেসেজের রিপ্লাই দিয়ে আমরা উক্ত কথাকে মেনশন করতাম। মেসেজ মেনশন করার একটি অপেক্ষাকৃত সহজ উপায় হলো এই Bump নামের নতুন ফিচার।

Bump ব্যবহার করার নিয়ম
বাম্প ফিচারটি ব্যবহার করা বেশ সহজ। ফিচারটি ইতিমধ্যে মেসেঞ্জারে আপনার নজরে পড়লে হয়ত এতক্ষণে ব্যবহারও করে ফেলেছেন আপনি। তবুও যারা জানেনা তাদের সুবিধার্থে আমরা জেনে নিবো কিভাবে মেসেঞ্জার এর Bump ফিচারটি ব্যবহার করতে হয়।
