লোক নিচ্ছে সেনাবাহিনীতে। উচ্চতা, ওজন দেখে নিন।

প্রিয় টেকবাসী, আসসালামু আলাইকুম।

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৭ অক্টোবর পর্যন্ত।

এবার আসা যাক কিছু অতিব গুরুত্বপুর্ন বিষয়ের দিকে যেগুলো এই চাকরিতে এপ্লাই করার জন্য প্রয়োজন হবেই। প্রথমেই আসা যাক, বয়সের ব্যপারে। বয়স অবশ্যই সর্বনিম্ন ২০ বছর হতে হবে এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। শুধু তাই নয়, এই বয়স কাউন্ট করতে হবে ১৪ মার্চ ২০২০ মোতাবেক।

এছাড়া অন্য যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপুর্ন তা হচ্ছে শারীরিক যোগ্যতা। সেক্ষেত্রে প্রথমেই আসবে হচ্ছে উচ্চতা। উচ্চতা হতে হবে ১ দশমিক ৬৮ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি। এটাই হচ্ছে ন্যুনতম উচ্চতা এর বেশি হলে সমস্যা নেই। শরীরের ওজন কত হবে তাও উল্লেখ করা আছে। বলা আছে ওজন হতে হবে ন্যুনতম ১১০ পাউন্ড যা কেজিতে কনভার্ট করলে আসে ৪৯ কেজি ৯০ গ্রাম অর্থ্যাত ওজন কমপক্ষে প্রায় ৫০ কেজি হতে হবে। বুকের মাপের ক্ষেত্রে বলা আছে, স্বাভাবিক ভাবে বুকের মাপ হতে হবে দশমিক সাত ছয় মিটার বা ৩০ ইঞ্চি।

এই গেল শরীরের গঠন কেমন হবে সেই প্রসংগ। এবার অন্য ব্যাপারগুলোর দিকে চোখ ফেরানো যাক। তবে অন্য দিকে যাবার আগে বলে নেয়া দরকার যে, সার্কুলারে আরো অসংখ্য নিয়মের বিশধ বর্ননা দেয়া আছে। তাই অবশ্যই মুল সার্কুলার ভাল মত পড়ে তারপর এপ্লাই করা শুরু করবেন।

শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ও প্রসারণে ৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ই

Next Post Previous Post