অ্যাডসেন্স আবেদন এর পূর্বে ভুলেও এই কাজগুলো করবেন না।

অ্যাডসেন্স আবেদন

পোস্টটি টাইটেল থেকে এখানে এসেছেন তারা নিশ্চয় জানেন ব্লগার কি। তাই ব্লগার নিয়ে নতুন করে কিছু না বললাম।

যারা ব্লগারে নতুন তাদের সবার একটাই উদ্দেশ্য থাকে ব্লগার ওয়েবসাইট খুলে এডসেন্স থেকে ইনকাম করা। তবে অ্যাডসেন্স পাওয়ার আগে আমরা অনেক সময় বড় ভুল করে থাকি যার জন্য আমাদের আর স্বাদের এডসেন্স পাওয়া হয় না।

তো কোন কোন ভুলগুলো আপনারা এডসেন্স পাওয়ার আগে কখনোই করবেন না সেটাই জানবো আজকের পোস্ট এ।

যে ভুলগুলো এডসেন্স আবেদন এর আগে কখনোই করবেন নাঃ

১. কপি পোস্ট থেকে ১০০ হাত দূরে থাকবেন। আপনি যদি ব্লগারে এডসেন্স থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজে থেকে ইউনিক আর্টিকেল লিখতে হবে। কারণ আপনি এডসেন্স পাওয়ার আগে কপি পোস্ট করলে গুগল কখনোই আপনার আ্যপ্লাই এপ্রুভ করবেনা। তাই কপি করা থেকে দূরে থাকুন।

২. অবশ্যই আপনি আপনার ব্লগার সাইটে কপিমুক্ত ৩০+ পোস্ট  করার পর গুগল এডসেন্স এর জন্য আবেদন করবেন। কারণ গুগল বর্তমানে যাদের ওয়েবসাইটে কপিমুক্ত 30+ পোস্ট করে আবেদন করেছে তাদের সবার ই এপ্রুভ করে দিয়েছে। তাই অবশ্যই আপনি আপনার সাইটে আপনার লেখা ইউনিক ৩০+ পোস্ট করেই গুগল এডসেন্স এর জন্য আবেদন করবেন।

৩. আপনার সাইটে যদি ডেইলি ১০০-২০০ গুগল থেকে ভিজিটর আসে তাহলেই আবেদন করবেন। অনেক সময় আমরা মনে করি সাইটে তো ডেইলি ১০০-১৫০০ ভিজিটর আসে আবেদন টা করেই ফেলি। আসলে ব্যাপারটা হচ্ছে আপনি আগে দেখেন ভিজিটর টা কোথায় থেকে আসতেছে। ব্লগারে নিজের ভিজিট ও কাউন্ট হয়। সেটা অফ করে নিবেন। তাই চেক করুন আপনার সাইটে গুগল থেকে ডেইলি কত ভিজিটর আসতেছে। যদি ডেইলি ১০০-২০০ আসে আবেদন করে দিন পেয়ে যাবেন এডসেন্স।

৪. আপনার কাজ যখনই একটা পোস্ট করবেন সাথে সাথে পোস্ট ইন্ডেক্স করা। কারণ যদি আপনার পোস্টটি পাবলিশ করার পর কিছুক্ষণের মধ্যে ইন্ডেক্স হয় তাহলে এডসেন্স পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে গেলো। তাই পোস্ট করার পর সাথে সাথে ইন্ডেক্স করার জন্য রিকুয়েষ্ট করে দিন। যদি আপনার পোস্ট গুলো ইন্ডেক্স না হয় তাহলে ওই অবস্থায় কখনো গুগল এডসেন্স এর জন্য আ্যপ্লাই করবেন না।

৫. অনেকেই ভাবে ফ্রি ডোমেইনেও এডসেন্স পাওয়া সম্ভব। ফ্রি ডোমেইন এ এডসেন্স পাওয়ার আশা করা বোকামি ছাড়া কিছুই নয়। কারণ ফ্রি ডোমেইন এ এডসেন্স আবেদন করলে ৯৫% ই গুগল রিজেক্ট করে দেয়। তাই অবশ্যই সাইটে একটি কাস্টম ডোমেইন এড করে এডসেন্স এর জন্য আ্যপ্লাই করেবেন। টপ লেভেল ডোমেইন কিনে আবেদন করলে এডসেন্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনি চাইলে xyz ডোমেইন দিয়েও এডসেন্স পেতে পারেন যার দাম ১৫০-২০০ টাকা।

৬. আর একটা ভুল এর জন্য আমরা সাধারণত এডসেন্স পাই না। সেটি হলো অনেকেই কাস্টম ডোমেইন এড করার কয়েকদিন পরই এডসেন্স এর জন্য আ্যপ্লাই করে দেয়, সেটা করলে আপনার এডসেন্স না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আপনার সাইটটি গুগল এর কাছে যত বেশি পরিচিত হবে ততই আপনার জন্য ভালো। তাই কাস্টম ডোমেইন এড করার ১-২ মাস পর আবেদন করুন। ইনশাআল্লাহ পেয়ে যাবেন।

তো এই ছিলো আজকের পোস্ট, উপরের এই কাজগুলো এডসেন্স পাওয়ার আগে কখনোই করবেন না।

আমি সম্পূর্ণ আমার এক্সপেরিয়েন্স থেকে বলেছি। কারণ এই ট্রিকস গুলো ইউস করেই আলহামদুলিল্লাহ আমি ২৪ ঘন্টায় এডসেন্স পেয়েছিলাম। তাই যারা নতুন ওয়েবসাইট খুলেছেন তারা অবশ্যই এডসেন্স এর জন্য আ্যপ্লাই করার আগে এই ভুল গুলো করবেন না।

সবাই ভালো থাকবেন আশা করি যারা নতুন তাদের অনেক কাজে আসবে। ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন

ধন্যবাদ 🤍

Next Post Previous Post