মোবাইল দিয়ে বাংলা আর্টিকেল লিখে Adsense থেকে ইনকাম।



আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলা আটিকেল লিখে ইনকাম করবেন। বাংলা আটিকেল লিখে ইনকাম সম্ভব। বিশ্বাস না হলেও সমস্যা নাই। আমি আজকে দেখিয়ে দিচ্ছি প্রমান সহ।

বাংলা আটিকেল লিখে ইনকাম করতে চাইলে আপনাকে ২টা প্রদ্ধতি অবলম্বন করতে হবে।
১. নিজের সাইটে লিখে অর্থাৎ এডসেন্স থেকে ইনকাম
২. অন্যজনের হয়ে আর্টিকেল লিখে ইনকাম

এডসেন্স থেকে ইনকাম:

আপনি এডসেন্স থেকে আয় করতে চাইলে অবশ্যই আপনার একটা নিজস্ব সাইট থাকতে হবে। এবং সেই সাইটে ভালো ভালো বিষয়ে আর্টিকেল লিখতে হবে।

আপনারা এডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে হলে ৩টা বিষয়ে অবশ্যই জ্ঞান রাখতে হবে। অনেকগুলো তথ্যকে আমি ৩ভাগে ভাগ করছি।

  1. সাইট ম্যানেজমেন্ট অর্থাৎ পোস্ট দেওয়া, পেজ, ক্যাটাগরি, এবং এসইও সম্পর্কে ধারনা রাখা এবং সাইটে তা প্রয়োগ করা।
  2. SEO friendly কন্টেন্ট রেখা এবং গুগল সার্চ ইঞ্জিনকে বুঝতে পারা।
  3. সাইটের টুকিটাকি ডিজাইনের কাজ, এডসেন্স ও তার পলিসি সম্পর্কে সঠিকভাবে জানা।

এইসব বিষয়ে সঠিকভাবে জেনে আপনি তা আপনার সাইটে প্রয়োগ করে লেখালেখি করে এডসেন্স থেকে ইনকাম করতে পারবেন।

আপনি যদি কম্পিউটার না থাকে, সমস্যা নাই। মোবাইল দিয়ে এডসেন্স থেকে ইনকামের জন্য ওয়েবসাইট তৈরি এবং এবং ম্যানেজমেন্ট করতে পারবেন।


কিভাবে এডসেন্স সহজেই পাবেন এই নিয়ে আমার আগের একটি পোস্ট করা আছে দেখে নিন।

ব্লগার সাইটে এডসেন্স পাওয়ার নতুন ট্রিক, এবার ইনকাম হবে আরো দ্রুত ।

অন্যজনের হয়ে আর্টিকেল লিখে ইনকাম।

এরজন্য আপনাকেই শুধু আর্টিকেল লেখার ধারনা থাকতে হবে। যেমন আপনি অন্যজনের সাইটের জন্য আর্টিকেল লিখবেন এবং সে ব্যক্তি আপনাকে পেমেন্ট করবে। গুগলে সার্চ দিলে আপনি এমন অনেক সাইট পাবেন। প্রথমে আপনার কাজ হবে সেই সাইট সম্পর্কে সঠিক তথ্য নিন। অর্থাৎ সেই সাইটগুলো পেমেন্ট করে কি না! আশাকরি বুঝতে পারছেন।

আমার সাইটে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করে জানতে পারেন। এছাড়াও পেমেন্ট পাওয়ার প্রমাণ অনেকেই প্রকাশ করে, আপনি তা দেখতে পারেন। আমার সাইট থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে প্রথমে আর্টিকেল লেখার নিয়মনীতি অনুসরণ করে লিখতে হবে।


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।

 যে-কোনো প্রয়োজনে ফেসবুকে মেসেজ করতে পারেন ফেসবুকে আমি

Next Post Previous Post