নাম্বার সেভ করা ছাড়াই হোয়াটসঅ্যাপে যেভাবে মেসেজ পাঠাবেন ।

নাম্বার সেভ করা ছাড়াই হোয়াটসঅ্যাপে যেভাবে মেসেজ পাঠাবেন । এই জিনিস টা আমরা অনেকেই খুঁজে থাকি। সাধারণভাবে নাম্বার সেভ করা ছাড়া হোয়াটসঅ্যাপের এক একাউন্ট থেকে অন্য একাউন্টে পাঠানো যায় না, যদি না অন্য প্রান্ত থেকে মেসেজ আসে

আমরা জানি, হোয়াটসঅ্যাপ পৃথিবীর অন্যতম সেরা মেসেজিং অ্যাপ্লিকেশন। সাধারণ লোকজন থেকে শুরু করে অতি গুরুত্বপূর্ণ লোকজন তাদের যোগাযোগের জন্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে।

কিন্তু  আপনাকে আগে ঐ নাম্বারটি সেভ করতে হবে, তাহলে যদি ঐ নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে অটো কানেক্ট হয়ে যাবে। 

নাম্বার সেভ করা ছাড়াই হোয়াটসঅ্যাপে যেভাবে মেসেজ পাঠাবেন ।👉 নাম্বার ছাড়া হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে প্রথমে আপনাকে ওয়েব ভার্শন তথা কম্পিউটার বা পিসি থেকে লগইন করতে হবে।


👉 পিসি থেকে লগইন করতে হলে প্রথমে আপনাকে https://web.whatsapp.com ঠিকানায় যেতে হবে

👉 লগইন করার জন্যে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অন থাকা লাগবে।

👉 এরপর আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন এবং উপরে থ্রি ডটস আইকোনে ক্লিক করে লিংক ডিভাইস অপশনে গিয়ে পিসির কিউ আর কোডটি স্ক্যান করুন। তাহলে অটোমেটিক লগিন হয়ে যাবে ওয়েব ভার্শনে।


👉 এর টাইপ করুন https://wa.me/numbers with country code

👉 একটা উদাহরণ দিলাম, ধরুন, আপনি বাংলাদেশের নাম্বারে পাঠাবেন মেসেজ এবং আপনার নাম্বার 01812345678

👉 তাহলে আপনার হবে এই রকম লিংক https://wa.me/+8801812345678

👉 তারপর Continue to Chat এবং তারপর use WhatsApp Web ক্লিক করলেই আপনি মেসেজ করার অপশন পাবেন।


আরও পড়ুন:


Next Post Previous Post