হোয়াটসঅ্যাপে মুছে ফেলা মেসেজ উদ্ধারের নতুন উপায়

আসসালামু আলাইকুম

প্রিয় টেক লাভার, আশা করি সবাই যার যার গভকে নিয়ে ভালো আছেন 😐। ওহ আপনি তো আমার মতোই সিংগেল, থাক আমাদের মতো সিংগেল মানুষদের জন্য টেকনোলজি ই যথেষ্ট। 🔥

আজকে আমরা নতুন একটি ট্রিক বলতে পারেন। প্রায় অনেক সময় অনাকাঙ্ক্ষিত কারো কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করার মত ভুল হয়ে থাকে। আবার অনেক সময় অনিচ্ছাকৃত বিষয় ভুলে মেসেজে পাঠানো হয়ে যায়। তবে হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট করা যায় বলে এসব ভুল থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু আপনি যদি একটি মেসেজ মুছতে গিয়ে ভুলে আরেকটি মেসেজ ডিলিট করেন তখন? তখন মনে হয় নিজেকে 2 টা লাথি মারতে। থাক মারতে হবে না, আজকে শিখে রাখুন তাহলে আর এ সমস্যায় পরতে হবে না।

হোয়াটসঅ্যাপে মুছে ফেলা মেসেজ উদ্ধারের নতুন উপায়

ব্যাক্তিগত বা গ্রুপ চ্যাটে কোনো অনাকাঙ্ক্ষিত মেসেজ শুধুমাত্র নিজের জন্য ডিলিট করলে সেটাও বাজে একটা পরিস্থিতি তৈরি করতে পারে। এই ধরনের পরিস্থিতি থেকে রক্ষা পেতে ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনার ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ।

জুন মাস থেকে ভুলে ডিলেট করা মেসেজ ফিরিয়ে আনার একটি ফিচার নিয়ে কাজ করছিলো হোয়াটসঅ্যাপ। WABetaInfo প্রদত্ত তথ্যমতে এই ফিচার অ্যান্ড্রয়েড এর হোয়াটসঅ্যাপ ২.২২.১৮.১৩ ভার্সনের বেটা টেস্টারদের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে। আবার কিছু আগের ভার্সনের ব্যবহারকারীগণও ডিলেট করা মেসেজ ফিরিয়ে আনার অপশন পেয়েছেন। বেটা টেস্টারদের জন্য এই ফিচারটি আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে।

কোনো মেসেজ ভুলে Deleted for Me অপশনের মাধ্যমে ডিলেট করে দিলে তা Undo এর মাধ্যমে ফিরিয়ে এনে আবার Delete for Everyone অপশন সিলেক্ট করা যাবে। আবার কোনো মেসেজ পুনরায় টাইপ করতে চাইলেও এই একই প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে। মোট কথা এই ফিচার অসংখ্য পরিস্থিতিতে কাজে আসতে পারে।

এই ফিচারটি এখনো শুধুমাত্র বিটা ভার্সনে রয়েছে, তার মানে এই ফিচারটি হোয়াটসঅ্যাপ এর পাবলিক ভার্সনে আসবে কিনা সে সম্পর্কে নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার ও এটা খুব শিগগিরই সবাই পাবেন আশা করা যায়।

এছাড়া হোয়াটসঅ্যাপের ব্যাকাপ ফিচার ব্যবহার করেও ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনা সম্ভব। কিভাবে তা জানতে হলে আমাদের সাইটে চোখ রাকুন খুব তাড়াতাড়ি এ বিষয়ে পোস্ট করা হবে। 

Whatsapp এর দারুন 5 টি নতুন ট্রিক।

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। তো এই ছিলো আজকের পোস্ট, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করুন।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ 🖤



Next Post Previous Post