ব্ল্যাকবার্নের মধুর পরাজয় - Sweetest defeat of Blackburn Rovers! 💙

ব্ল্যাকবার্নের মধুর পরাজয় :


ইংলিশ ফুটবলের টপ ডিভিশনের নাম বদলে প্রিমিয়ার লীগ করার পর প্রথমবারের মতো ৩৮তম উইকে গিয়ে শিরোপা নির্ধারিত হয় ১৯৯৪-৯৫ সিজনে।

শেষ ম্যাচের আগে ব্ল্যাকবার্ন রোভার্স ৮৯ পয়েন্ট নিয়ে ছিলো টেবিলের শীর্ষে। দ্বিতীয় অবস্থানে ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। ওদের পয়েন্ট ছিলো ৮৭। ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে ঐ সিজনে এলান শিয়ারার করেছিলো ৩৪ গোল, সাথে ছিলো ১৩ এসিস্ট। এলান শিয়ারারের সাথে ক্রিস সাটনও ছিলো ইন্সট্রুমেন্টাল। সিজনব্যাপী সাটন করে ১৫ গোল, যোগান দেয় আরো ১০ গোলের।

শেষ ম্যাচে লিভারপুল আতিথেয়তা দেয় ব্ল্যাকবার্ন রোভার্সকে। অন্যদিকে ওয়েস্ট হামের মাঠে মুখোমুখি হয় রেড ডেভিলরা।


 ম্যাচের ফলাফল :

ব্ল্যাকবার্ন রোভার্স সেদিন লিভারপুলের সাথে হেরে গেলেও ওয়েস্ট হামের সাথে সেদিন ড্র করে বসে ম্যান ইউনাইটেড। ফলস্বরূপ ব্ল্যাকবার্ন রোভার্স এক পয়েন্টের ব্যবধানে প্রথমবারের মতো প্রিমিয়ার লীগ জিতে নেয়। এবং এখন পর্যন্ত ব্ল্যাকবার্ন রোভার্সের ঝুলিতে প্রিমিয়ার লীগের সংখ্যা ঐ একটিই!


Sweetest defeat of Blackburn Rovers! 💙

Next Post Previous Post