ফোন থেকে সব History মুছে দেয়ার পর ও কার সাথে কখন কত মিনিট কথা বলেছে সব দেখে নিন। (Only Banglalink)



ধরুন আপনি জানতে চাচ্ছেন যে আপনার কেউ একজন সে কার সাথে কখন, কতক্ষণ কথা বললো অথবা কাকে কখন এসএমএস দিলো এগুলা জানবেন। তো অনেকসময় আপনি চেক করার আগেই সব History ফোন থেকে মুছে দেয়। তাই আপনি আর দেখতে ও পারেন না।

তাই ফোন থেকে সব History মুছে ফেললেও কার সাথে কত মিনিট কথা বলেছে, কাকে কয়টা এসএমএস পাঠিয়েছে সেটা দেখার ট্রিক আজকে জেনে নিবো।

অনেকেই এটা জানেন কিভাবে দেখে তারা ১০০ হাত দূরে থাকুন। যারা জানেন না তারা তাড়াতাড়ি দেখে নিন কিভাবে কি করতে হবে। চলুন শুরু করা যাক

প্রথমে আপনাকে যেকোনো ব্রাউজার থেকে এই ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে -

https://mybl.banglalink.net

ওয়েবসাইট এ ডুকার পর এরকম একটি পেইজ আসবে। আপনি যে নাম্বার এ সব দেখতে চান সে নাম্বারটি দিন তারপর  I have read এটায় টিক দিয়ে GET OTP তে ক্লিক করুন।


করার পর ওই নাম্বার এ একটি  OTP যাবে। সেটা দিয়ে ডুকার পর এরকম দেখতে পারবেন। নিচে মেনু অপশন এ ক্লিক করুন -

করার পর Usage History তে যাবেন -

তারপর এখানে আপনি যা দেখতে চান সব দেখতে পারবেন। ধরুন আপনি দেখবেন কার সাথে কতক্ষণ কথা বললো এটা দেখতে তাইলে Minutes এ ক্লিক করবেন। এসএমএস দেখতে চাইলে SMS এ ক্লিক করবেন। কখন কত টাকা Recharge করেছে সেটা দেখতে চাইলে Recharge এ যাবেন।

দেখুন এখানে কখন, কার সাথে কত মিনিট কথা বলেছে সব দেখাচ্ছে -

দেখুন এখানে কখন SMS আসছে এবং সেন্ড করা হইসে সেটা দেখতে পাবেন। আমি রিছেন্টলি কোনো মেসেজ পাঠাইনি তাই সব Upcoming দেখাচ্ছে।



দেখুন কখন কত টাকা Recharge করেছে সেটাও দেখতে পারবেন।


সে যদি ফোন থেকে সব History ডিলিট করে দেয় তবুও আপনি এইভাবে  সব ডিটেইলস দেখে নিতে পারবেন।

তো কেমন লাগলো আজকেই পোস্ট। পোস্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং কমেন্ট এ জানাবেন ধন্যবাদ। 


কোনো সমস্যা হলে ফেসবুক এ আমি -

Next Post Previous Post