ফেসবুক থেকে যেভাবে টাকা ইনকাম করবেন ।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো। আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটু ইনকাম টিপস্ নিয়ে। আজকে কথা বলবো Social Media "ফেছবুক" ইনকাম নিয়ে।

ফেসবুক তো আমরা সবাই ইউজ করি এটা সন্দেহ নেই। তবে ফেসবুক ইউজ করা মানে একটা দুইটা ছবি আপলোড করা, পোস্ট করা, ভিডিও শেয়ার করা এগুলোই? না বন্ধুরা ফেছবুক কোম্পানি "মেটা" আমাদের ফেসবুক থেকে ইনকাম এর অনেক রাস্তাই খোলা রেখেছে। আমরা সেটা জানি না এবং জানার চেষ্টা ও করি না। ফেসবুক এ আমরা যে সময় গুলো ব্যায় করি সেটা আমরা যদি ইনকাম এর রাস্তায় ব্যায় করি তাহলে মন্দ কোথায় বলেন?

ফেসবুক থেকে ইনকাম -

ফেসবুক থেকে আপনি ২ টি উপায়ে ইনকাম করতে পারবেন।

১। ফেসবুক পেইজ থেকে ইনকাম

২। ফেসবুক গ্রুপ থেকে ইনকাম

নিচে আমি ২ টা বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। সবাই মনোযোগ দিয়ে পরবেন আশা করি।

১. ফেছবুক পেইজ থেকে ইনকামঃ

ফেসবুক পেইজ এর সাথে তো আমরা সবাই পরিচিত। আবার অনেকের ফেসবুক পেইজ ও রয়েছে। তবে আপনি জানেন কি এই ফেসবুক পেইজ থেকে আপনি ভালো পরিমান টাকা ইনকাম করতে পারবেন? যদি এই পেইজ থেকে ইনকাম না হতো তাহলে কেউ পেইজ ক্রিয়েট করতো না, ইনকাম হয় এর জন্যই মানুষ ফেসবুক পেইজ ক্রিয়েট করে থাকে। যদিও প্রথম প্রথম দিকে আপনার অনেক সময় লাগবে একটি পেজকে পুরোপুরি ইনকাম এর জন্য প্রস্তুত করতে। এর জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে লাইক এবং পেজ ভিডিও বা কন্টেন্ট ভিউ। এবং আপনার পেজটিতে ভালো কোয়ালেটির ভিডিও নিয়মিত আপলোড করবেন। এবং সবসময় একটিভ থাকার চেষ্টা করবেন। এবং এটা থাকতেই হবে। এবং, যদি আপনার কাছে টাকা থাকে তবে আপনি ফেসবুক ডেভেলোপারদের দিয়ে আপনার পেজ তাদের কাছে প্রমোট করাতে পারেন। এতে আপনার কিছু টাকা দিতে হবে তাদের কিন্তু এতে করে আপনার ভিডিও গুলোও হাজার হাজার মানুষ দেখতে পারবে।

ফেসবুক পেজ থেকে আপনার কখন ইনকাম হবে? যখন আপনার ফেসবুক পেজটিতে দশ হাজার(১০,০০০) হাজার ভিউ এবং এক হাজার (১,০০০) লাইক থাকবে, তখনই আপনি আপনার পেজটিতে মনিটাইজ অন করতে পারবেন। ঠিক ইউটিউব এর মতো। এবং সেই মনিটাইজ থেকেই আপনি ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনার পেজে যদি অনেক অনেক লাইক এবং ফলোয়ার থাকে, তাহলে অনেক কোম্পানি তাদের প্রোডাক্ট সেল করানোর জন্য আপনাকে টাকা দিবে, এবং তাদের প্রোডাক্ট নিয়ে পেজে রিভিউ দিতে বলবে। এর জন্য অবশ্যই আপনার পেজে অনেক লাইক থাকা আবশ্যক নায়তো কোনো কোম্পানিই আপনাকে দিয়ে তাদের প্রোডাক্ট গুলো প্রমোট করাবে না। বা আপনার যদি নিজস্ব কোনো প্রকার প্রোডাক্ট থাকে তাহলে আপনি তার জন্য আপনার পেযে প্রোডাক্ট নিয়ে রিভিউ দিতে পারেন, এতে করে আপনার ডাবল ইনকাম হবে।

২. ফেসবুক গ্রুপ থেকে ইনকামঃ

অনেকেই হয়তো ভেবে থাকেন যে ফেসবুক গ্রুপ থেকে কোনো ইনকাম-ই করা যায় না। আপনিও যদি এমন ভেবে থাকেন তাহলে আপনার ধারণা ভুল। আপনি হয়তো জানেন না যে ফেসবুক গ্রুপ থেকেও ইনকাম করার অনেক গুলে উপায় বা টিপস রয়েছে।আপনি যদি ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম একটি গ্রুপ তৈরি করতে হবে তারপর সেই গ্রুপে অনেক মেম্বার এড করতে হবে আপনাকে। শুধুমাত্র ফেছবুক গ্রুপ খুললেই ইনকাম করতে পারবেন না। এর জন্য অনেক পরিশ্রম করতে হবে আপনাকে। ভালো মানের পোস্ট করতে হবে। গ্রুপ এর এর মেম্বারদের বুঝতে হবে তারা কি চাচ্ছে। আপনার মেইন লক্ষ্য থাকবে গ্রুপটিকে এগিয়ে নিয়ে যাওয়া, অনেক বড় করা। আপনাকে সময় দিতে হবে। 

এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে কি ধরনের গ্রুপ বানাতে খুব তারাতারি মেম্বার বাড়বে? এই প্রশ্ন টা একটি কমন প্রশ্ন যা সবাই করে থাকে। এর জন্য আমি বলবো আপনি একটি ইনকাম রিলেটেড গ্রুপ তৈরি করুন। কারণ এখন সব মানুষের অনলাইন ইনকাম করার চাহিদা অনেকটাই বেশি তাই এটি একটি খুব ভালো একটি আইডিয়া। এছাড়াও আপনি অন্য রিলেটেড যে কোনো গ্রুপ তৈরি করতে পারেন। গ্রুপ তৈরির পর আপনার যত ফেসবুক ফ্রেন্ডস আছে তাদের সবাইকে আপনার গ্রুপে ইনভাইট করুন আর তাদের গ্রুপে জয়েন হতে ও জয়েন হওয়ার পর তাদের ফ্রেন্ডদের গ্রুপে ইনভাইট করতে বলুন।

এভাবে আপনার গ্রুপটিকে ধীরে ধীরে আরো বড় করে তোলার চেষ্টা করুন। মনে রাখবেন ‘চেষ্টাই সফলতার মূল’ । যখন দেখবেন আপনার গ্রুপটিতে ১০ হাজার মেম্বার পাড় হয়ে গিয়েছে তখন আপনাকে আর কষ্ট করতে হবে না। কারন তখন দেখবেন প্রতিদিন অনেক মেম্বার কোনো প্রকার ইনভাইট ছাড়াই জয়েন হবে।

একটি সময় যখন আপনার গ্রুপে ১-৫ লাখ মেম্বার হবে তখন আপনার ইনকাম এর রাস্তাও খুলে যাবে৷ এবার আসি কিভাবে আপনার ফেছবুক গ্রুপ থেকে ইনকাম আসবে। আপনার গ্রুপে যখক লাখ লাখ মেম্বার থাকবে তখন ফেসবুক পেজের মতোও বিভিন্ন কোম্পানি চাইবে তাদের প্রোডাক্ট এবং পন্য আপনার গ্রুপে প্রমোট করাতে। তাদের প্রোডাক্ট গুলো সেল বা কেনার জন্য যদি আপনার গ্রুপের সকল মেম্বার একটিভ থাকে, তাহলে আপনার ইনকাম অনেক বেশি হবে লোকেরা তাদের ওয়েবসাইটের নিউজ আপনার গ্রুপে প্রমোট করাতে চাইবে যার ফলে তাদের ওয়েবসাইটে আপনার গ্রুপ থেকে ভিজিটর যায়। এখন আপনারা বলতে পারেন, তাদের ভিজিটর দিয়ে লাভ কি? আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা হয়তো জানেন যে একটি ট্রাফিকপ্রাপ্ত(এডসেন্সপ্রাপ্ত) ওয়েবসাইটে ভিজিটর ই হলো সেই ওয়েবসাইটের প্রাণ। এতে তাদের ইনকাম হবে।

এত সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ 🥰 তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো পোস্ট টি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।

চেষ্টা আপনার হাতে। চেষ্টা না করলে কিছু জানতে এবং উপভোগ করতে পারবেন না। আপনাকে কেউ ডেকে ডেকে সব বলে দিবে না। আপনাকে মাঠে নেমে দেখতে হবে কোথায় কি রয়েছে, কিভাবে হচ্ছে।

তাই যেটা ইচ্ছা হয় আজকে থেকেই শুরু করে দিন। লেগে থাকুন। সফলতা আপনাকে ফেছবুক এ নক করবেই 😐 ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ 🖤

কিছু জানতে হলে অথবা হেল্প লাগলে ফেছবুক এ আমি

Next Post Previous Post