ব্লগার সাইটে এডসেন্স পাওয়ার নতুন ট্রিক, এবার ইনকাম হবে আরো দ্রুত ।

আজকে আমরা কথা বলবো গুগল এডসেন্স নিয়ে। আপনি কিভাবে অতি সহজে কিছু ট্রিক ইউস করে এডসেন্স পেতে পারেন। আসুন জেনে নেই। 


যেহেতু পোস্ট এর টাইটেল দেখে এখানে চলে আসছেন তাই ব্লগার ওয়েবসাইট সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই আশা করি। তবুও যারা নতুন তাদের উদ্দেশ্য কিছু বলি। আমরা সাধারণত অনেকেই মনে করি ওয়েবসাইট বানাতে টাকা লাগে। অনেক ঝামেলার কাজ এরকম। আসলে ব্যাপারটা মোটেও তেমন না। আমরা চাইলে ফ্রিতে একটি ওয়েবসাইট বানিয়ে নিজের মতো করে চালাতে পারবো এবং সেটায় এড বসিয়ে টাকা ইনকাম করতে পারবো। মানে আপনাকে গুগল ফ্রিতে ওয়েবসাইট বানানোর একটা সহজ পদ্ধতি দিয়ে দিছে যেটা দিয়ে আপনি খুব সহজেই ওয়েবসাইট বানিয়ে আপনার মতো করে চালাতে পারবেন এবং এডসেন্স এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। 

ব্লগার ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম? 

এখন আসি এই ব্লগার ওয়েবসাইট থেকে ইনকাম করবেন কিভাবে। গুগল  যেহেতু আপনাকে ফ্রিতে ওয়েবসাইট বানাতে দিয়েছে তাই আপনাকে টাকা ও গুগল ই দিবে। তবে তার জন্য আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে। আপনাকে ইনকাম করতে হবে গুগল এডসেন্স এর মাধ্যমে।

গুগল অ্যাডসেন্স কি?

অ্যাডসেন্স গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন। এটি মূলত একটি লাভ-অংশিদারী প্রকল্প যার দ্বারা ব্যবহারকারী তার ওয়েবসাইটে ব্যবহৃত বিজ্ঞাপনের বিষয়বস্তু থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হন। একটি ওয়েবসাইটের মালিক কিছু শর্তসাপেক্ষে তার সাইটে গুগল নির্ধারিত বিজ্ঞাপণ প্রদর্শনের মাধ্যমে অ্যাডসেন্স থেকে অর্থ উপার্জন করতে পারেন। আজকের অনলাইন বিশ্বে এই বিষয়টি ব্যাপক সাড়া জাগিয়েছে। এডসেন্স জনপ্রিয় প্রোগ্রামগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে যা ওয়েবসাইট বা ব্লগে বিজ্ঞাপন তৈরি এবং ব্যানার বিজ্ঞাপন স্থাপন করে, কারণ বিজ্ঞাপনগুলি কম অবাধ্য এবং বিজ্ঞাপনের বিষয়বস্তু প্রায়ই ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক। অনেক ওয়েবসাইট তাদের ওয়েব কন্টেন্ট (ওয়েবসাইট, অনলাইন ভিডিও, অনলাইন অডিও কন্টেন্ট, ইত্যাদি) থেকে উপার্জন করার জন্য এডসেন্স ব্যবহার করে এবং এটি সর্বাধিক জনপ্রিয় বিজ্ঞাপন নেটওয়ার্ক। বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন বিজ্ঞাপন প্রচারের জন্য বিজ্ঞাপন প্রদানকারীদের খুঁজে বের করার জন্য সম্পদগুলি ছোট ওয়েবসাইটগুলিতে বিজ্ঞাপন রদবদল করার জন্য বিশেষ করে অ্যাডসেন্স গুরুত্বপূর্ণ। 

গুগল এডসেন্স কিভাবে পাবো? 

যাদের ওয়েবসাইট আছে তাদের সবাই ই লক্ষ্য থাকে গুগল এডসেন্স। তাই গুগল এডসেন্স পেতে হলে আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে। নিচে দেখিয়ে দিচ্ছি কি কি করলে সহজেই গুগল এডসেন্স পেতে পারেন।

১. আপনাকে ২০ টি কপিমুক্ত পোস্ট করতে হবে। কোথাও থেকে কপি করলে আপনি এডসেন্স কখনো পাবেন না। তাই আপনি জা জানুন তাই লেখা শুরু করে দিন।

২. আপনাকে একটা প্রিমিয়াম থিম ইউস করতে হবে। প্রিমিয়াম বলতে সাইট টা যেনো সুন্দর দেখতে লাগে। ফ্রি থিম ইউস করেও এডসেন্স পাওয়া যাবে তাই এটা নিয়ে পেরা নিতে হবে না। তবে প্রিমিয়াম থিম ইউস করা বেটার আমার কাছে।

৩. আপনাকে কয়েকটা পেইজ ক্রিয়েট করতে হবে যেমনঃ Privacy Policy, About Us, Terms and condition এগুলা। ব্লগার এর পেইজ অপশন থেকে এগুলা ক্রিকেট করে সাইটে এড করে দিন। ব্যাস আপনি এডসেন্স এর দিকে আর একটু এগিয়ে গেলেন।

৪. একটি কাস্টম ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে আপনাকে। অবশ্যই top-level ডোমেইন কিনবেন। যেমনঃ. Com,. Xyz এগুলা। ১০০-১৫০ টাকার মধ্যে xyz ডোমেইন পেয়ে যাবেন। তাই কাস্টম ডোমেইন না কিনে এডসেন্স এর জন্য আ্যপ্লাই না করাই বেটার।

৫. সবশেষে আবাও বলছি এডসেন্স পেতে হলে আপনাকে আহামরি ভিজিটর এর দরকার নেই। আপনি শুধু কপি না করে ২০ টা পোস্ট আপলোড করেন। ১-২ মাস পর এডসেন্স এর জন্য আ্যপ্লাই করেন। ইনশাআল্লাহ এডসেন্স পেয়ে যাবেন।

তো এই ছিলো আজকেই পোস্ট। আশা করি বুঝতে পেরেছেন। যারা নতুন ওয়েবসাইট খুলেছেন তাদের হয়তো অনেক কাজে লাগবে পোস্টটা তাই ভালো লাগলে শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য 🙂 Stay With Matchy আল্লাহ হাফেজ।

কোনো সমস্যা হলে ফেসবুকে আমি 

Next Post Previous Post