ঢাকা-মাওয়া মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে হেলপারের মৃত্যু ।




কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা-মাওয়া মহাসড়কে রড বোঝাই  দুই ট্রাকের সংর্ঘষে একজন নিহত হয়ছে। শনবিার (২৩ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কে কেরানীগঞ্জরে কদম আলী মস্তানরে মাজাররে সামনে এ র্দুঘটনা ঘটে।


এসময় পিছন দিক থেকে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার মারা যান। তবে তার পরচিয় পাওয়া যায়নি।


স্থানীয় সূত্রে জানা গেছে,  ঢাকা থেকে রড বোঝাই করে দুটি ট্রাক ঝিনাইদহ যাচ্ছিলো। ট্রাক দু'টি ঢাকা-মাওয়া হাইওয়ে হয়ে কদমপুর এলাকায় আসার পর সামনের ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৪-২৮৫০) হঠাৎ দাঁড়য়িে যায়। এসময় পছেনে থাকা ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৫-৫৯৬০) নিয়ন্ত্রণ হারয়িে ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক দু'টরি ব্যাপক ক্ষতি হয় এবং পিছনে থাকা ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান।


হাসাড়া হাইওয়ে থানা পুলশের ভারপ্রাপ্ত র্কমর্কতা মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা নউিজকে  জানান, দু'টি ট্রাকের সংর্ঘষে একজন নিহিত হয়েছে। তবে তার পরচিয় জানা যায়নি। উভয় ট্রাকের চালকই পালয়িে গেছেন। র্দুঘটনার পর পুলিশের সহায়তায় মহাসড়ক থেকে ট্রাক দু'টি সরিয়ে নেওয়া হয়ছে। র্বতমানে এ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবকি রয়ছে।

Next Post Previous Post