এখন যেকোনো ছবির উপর বাংলা লিখুন আরো সুন্দর ও সহজে । থাকছে আমার বাছাই করা বাংলা ১০ টি অস্থির ফ্রন্ট ।

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আমাদের  Matchy Tech World সাইটটি একদমই নতুন। তাই আমরা চেষ্টা করছি আপনাদের প্রতিনিয়ত ভালো কিছু উপহার দিতে৷ তাই পোস্টটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিক এ।

আজকে আমরা দেখবো কিভাবে আপনি সহজেই একটি ছবির উপর বাংলা লেখা লিখবেন তাও আবার অস্থির অস্থির ফ্রন্ট দিয়ে। তো চলুন শুরু করি।


বি.দ্র. :অনেকেই আছেন যারা অলরেডি এ বিষয়ে জানেন। তাই তাদের এ পোস্টটি না দেখলেও চলবে। আর যারা জানেন না তারা মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আপনিও সবার মতো স্টাইলিস ফ্রন্ট দিয়ে ছবিকে আরো সুন্দর করতে পারবেন।  তো বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট -

তো প্রথমে আমাদের দরকার হবে একটি অ্যাপ যেটা দিয়ে আমরা কাজ করবো এবং একটি ফ্রন্ট যেটা আমরা ছবির উপরে বসাবো।


App Name : PicSay Pro - Photo Editor

অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে

 

আমার বাছাই করা ফ্রন্ট গুলো ডাউনলোড করুনএই লিংক থেকে


ফ্রন্টগুলো ডাউনলোড করার পর আপনি ফ্রন্টগুলোকে একটি ফোল্ডারে রাখবেন এবং ফোল্ডার এর নাম দিবেন "Fronts" (এটা অবশ্যই করবেন তা হলে পরে ফ্রন্ট খুজে পাবেন না)

ওকে তাহলে আমাদের অ্যাপ এবং ফ্রন্ট ডাউনলোড করা শেষ। তো চলুন দেখা যাক কাজটা কিভাবে করবেন -

অ্যাপটি ডাউনলোড করে ওপেন করার পর এরকম আসবে Allow করে দিন।


Allow করার পর আপনারা এরকম দেখতে পারবেন Get a Picture এ ক্লিক করুন -

তারপর আপনার গেলারি থেকে যে ছবিটায় এডিট করতে চান সিলেক্ট করুন-

করার পর এবার Normal এ ক্লিক করুন - Maximum দিয়েও করতে পারবেন সমস্যা নেই।

করার পর আপনি নিচে Sticker এ ক্লিক করুন -

তারপর Title এ যাবেন -

এবার আপনার কাজ হলো আপনি যেই লেখাটা ছবিতে দিতে চান সেটা আগে লেখুন - তারপর লেখার উপর একটা ক্লিক করুন।


এই অপশন গুলো দেখতে পারবেন। Front এ ক্লিক করুন -

এবার দেখতে পাবেন আপনি যেই ফোল্ডার টা বানিয়েছিলেন সেটার ভিতরে থাকা সব ফ্রন্ট গুলো এখানে অটোমেটিক সো করতেছে। এবার আপনি আপনার পছন্দমতো একটা ফ্রন্ট সিলেক্ট করুন যেটা ভালো লাগে। 🥰

দেখেন এখানে সুন্দর একটি ফ্রন্ট চলে আসছে। এবার আপনার কাজ হলো এটাকে কাষ্টমাইজ করা মানে সুন্দরভাবে সাজানো। লেখাকে বড়, ছোট করা, যায়গায় মতো দেওয়া ইত্যাদি। এর জন্য আপনাকে এই চিহ্নতে ক্লিক করতে হবে। মানে এক একবার ক্লিক করলে এক একরকম অপশন পাবেন এরকম।


এবার আপনি আবার যদি ফ্রন্ট পরিবর্তন করতে চান, এবং আরো অনেক ফিচার এড করতে চান তাহলে আবার ও লেখার উপর ক্লিক করতে হবে। 


আপনার কাজ এবার সবগুলো অপশন খেটে দেখা। তাহলে আপনি বুঝতে পারবেন কোনটায় কি কাজ হয়। আমি দেখাচ্ছি না কারণ দেখালে পোস্টটি অনেক বড় হয়ে যাবে।


সবগুলো অপশন নিয়ে আলোচনা করতে গেলে পোস্টটি আরো বড় হয়ে যাবে। তাই আপনি আপনার পছন্দমতো ফ্রন্ট নিয়ে এডিট করতে থাকুন। নিজেই সব বুঝতে পারবেন। আর কোনো সমস্যা হলে আমি তো আছিই। সুন্দর এর বিকল্প নেই তাই যত সময় নিয়ে এডিট করবেন ততই আপনার ছবি সুন্দর হবে। আশা করি বুঝতে পেরেছেন।


আজকেই মতো এখানেই শেষ। আমি সুন্দরভাবে আপনাদের বুঝানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে অসুবিধা হয় নি। কোনো ভুল হলে ক্ষমা করবেন। আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন এবং আমাকে ফেসবুকে ও মেসেজ করতে পারেন।
Next Post Previous Post