১ এমবির কম সাইজের দারুণ ২ টি অ্যাপ যা আপনার কাছে ভালো লাগবেই।

আসসালামুআলাইকুম! Matchy Tech World এ আপনাকে স্বাগতম। আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা নতুন নতুন অ্যাপ, ট্রিক, টেক নিউস নিয়ে হাজির হচ্ছি। আমরা চাই আমরা যেটা জানি সেটা আপনারা ও জানুন। তাই আপনাদের সাপোর্ট পেলে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। 

তো আজকে আপনাদের সাথে এমন ২ টা অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দিবো যেটা আপনার অনেক কাজে আসবে বলে আশা করা যায়। আর সবথেকে অবাক করার বিষয় হচ্ছে অ্যাপ ২ টার সাইজ ১ এমবির ও নিচে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দেই অ্যাপ গুলোর সাথে।

প্রথমে যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটি হলো :

1. Dolphin Zero Incognito Browser

Download Link

এটা মূলত একটা ব্রাউজার, যেটাতে Incognito মোড রয়েছে, সাথে আরো কিছু ফিচার।

যারা এখনো Incognito মোড সম্পর্কে জানেন না তারা আসলেই নরমাল ইউজার।

যদি আপনার Chrome, Firefox, Opera এসব ব্রাউজার খুব একটা পছন্দ না। আপনি খুব‌ই লাইট ওয়েট ব্রাউজার পছন্দ করেন, আর সাথে আপনি ব্রাউজারে যা কিছু Search করেন, যা কিছু দ্যাখেন, ঐসব History যেন ব্রাউজার Save না করে। তাহলে এরজন্য রয়েছে।



মাত্র ৫০০ কেবি। এটা খুব‌ই লাইট ওয়েট অ্যাপ যেটা বেসিক্যালি অটোমেটিক ডিলিট করে আপনার Browsing History, Phone Data, Password, Web Cookies, Cach & Data

এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ  বিষয় হলো এই ব্রাউজার Duck Duck Go সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকে।





এখন যেই অ্যাপটি নিয়ে কথা বলবো সেটা পারসোনালি আমার অনেক পছন্দের। বর্তমানে সবচেয়ে বড় Social Media App হলো Facebook ।


ফেসবুক অফিশিয়াল যে অ্যাপ রয়েছে সেটা অনেক বড় সাইজের, ইন্সটল করার পর অ্যাপের সাইজ আরো বেড়ে যায়, অনেক বেশি মোবাইল ডেটাও ব্যবহার করে।

যদি আপনার ফোনে স্টোরেজ কম থাকে, এমবি বেশি খরচ হয়, তাহলে এই অ্যাপ আপনার জন্য‌। যার নাম হলো :


2. Slim Social

Download Link

অ্যাপটি ইউস করতেও অনেক ইজি৷ আর এই অ্যাপের যে সাইজ তা মাত্র ৪০০ কেবি। এত কম সাইজে এই অ্যাপ আপনাকে ফেসবুক অফিশিয়াল যে অ্যাপ রয়েছে তা পুরো সেম অভিজ্ঞতা পাবেন।

মানে যে অভিজ্ঞতা ফেসবুক অফিশিয়াল অ্যাপ আপনাকে দেয় সেম সেই এক‌ই অভিজ্ঞতা এই অ্যাপ আপনাকে দেবে, এবং এটা ফাস্ট কাজ করে, 2G নেটওয়ার্কেও ব্যবহার করতে পারবেন।


ফোনে জায়গা কম থাকলে এটা ব্যবহারযোগ্য, ফোনের এমবি খরচ কম হবে।

দেখুন একটুর জন্য ও মনে হবে না যে আপনি ৪০০Kb একটি অ্যাপ এ এরকম ফেছবুক ইউজ করতেছেন 🥰


কাস্টমাইজ করতে এখানে ক্লিক করুন -



তো আজকের মতো এখানেই শেষ। অনেকে আছেন যারা অলরেডি এই অ্যাপগুলো ব্যবহার করতেছেন। যারা জানতেন না তাদের জন্য পোস্টটি অনেক কাজে আসবে আশা করা যায়।

আমাদের সাইট নতুন তাই আমরা চেষ্টা করবো সবসময় ভালো কিছু নিয়ে আসার৷ আপনাদের সাপোর্ট পেলে আমরা খুব তাড়াতাড়ি বড় একটি পরিবার হতে পারবো।

এত সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ 🙂

যেকোনো সমস্যা বা প্রয়োজনে আমাকে মেসেজ করতে পারেন - ফেছবুক এ আমি

Next Post Previous Post